POETRY / MUKTADHARA — MONISH MOULIK — 27 JANUARY 2024

কবিতা / মুক্তধারা — পদছাপ / মণীশ মৌলিক — ২৭ জানুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  MUKTADHARA  MONISH MOULIK   27 JANUARY 2024

কবিতা  

মুক্তধারা

পদছাপ 
মণীশ মৌলিক

অগুণতি লোক না-হলেও হবে
দশ-বিশজন নয়, মাত্র দু-জনেও সম্ভব
আসলে যেখানে মনের মিল আছে
মানুষে মানুষে দেখা হলেই উৎসব

যে আবেগে দেখা হলে বিপুল উল্লাস
নিখাদ আনন্দে মনে জাগে হুলুস্থুলু
সেখানে মাটির গন্ধে ভরে ওঠে বুক 
অসংখ্য পাতায় বাজে মাঙ্গলিক উলু

সেই দৃশ্যে জীবনের ভিক্ষাপাত্র থেকে
হলুদ দুঃখের ফোঁটা ঝরে পড়ে টুপটাপ
আনন্দের ধুনুচি হাতে যত দূরে যাই
আসলে লুকিয়ে থাকে বিচ্ছেদের তীব্র পদছাপ

সবার কাছেই ওই গোপন ছবির নাম ভয়
আড়ালের খেলাকেই বিভীষিকা বলে মনে হয়। 

Comments :0

Login to leave a comment