POETRY — SOURAV DUTTA | RABINDRANATH — MUKTADHARA | 9 MAY 2024

কবিতা — সৌরভ দত্ত | রবীন্দ্রনাথ — মুক্তধারা | ৯ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  SOURAV DUTTA  RABINDRANATH  MUKTADHARA  9 MAY 2024

কবিতা

রবীন্দ্রনাথ

সৌরভ  দত্ত

মুক্তধারা

শাশ্বত প্রেমে চিনেছি তোমাকে কবি
স্মরণের ভোর এঁকে যায় জলছবি
মৃত্যু নিদাঘ নীল অরণ্যে পাখি--
পুরনো গানের আগলে জাগছে আঁখি

প্রণাম রাখব মেঠো কবিতার ঘরে
হিমেল রক্ত চুঁইয়ে পড়ছে মুখে
উদাস বাউল খাম্বাজ গায় সুখে
ক্ষতের বীজাণু শরীর পুড়ছে জ্বরে

প্রতিটি পঁচিশ নবজন্মের ভোর
পাষাণী নদীর বুক চিরে বয় ঢেউ
আমবাগানের রৌদ্রগ্রন্থি জোর;
আমাকে জাগায় গভীর গোপনে কেউ

কি লিখি তোমাকে?তীব্র দহনে আজ
নন্দিনী নারী খুলে দাও সব দ্বার
হৃদয় সখ্যে মেনে নেব সেই হার
ধ্রুপদী আকাশ শিল্পিত কারুকাজ

শান্তির বাণী যদি না মিথ্যে হয় --
একদিন ঠিক মুছে যাবে শোক,ভয়
তোমার কবিতা জীবন দায়িনী শ্লোক
সমকালীনতা বয়ে আনে নভোলোক।

Comments :0

Login to leave a comment