কবিতা — মুক্তধারা
স্বাগত ১৪৩২
তুষার বসু
অবহেলায় ঝুলতে থাকা
বাংলা ক্যালেন্ডার,
দিন ফুরালো বলে এবার
হবে পগারপার।
সারা বছর ভুলেই থাকি
বাংলা মাসের তারিখ,
বাংলা ভাষায় বললে কথা
কেউ করেনা তারিফ।
বাতাসে আজ বিষের ধোঁয়া
নিবিড় অন্ধকার।
সরিয়ে দিতে হবেই এবার
অন্ধকারের দ্বার।
আজ সকালে পুব আকাশে
দিচ্ছে উঁকি যে,
সেওতো দেখি টকটকে লাল
পোষাক পরেছে।
তবুও মানি নববর্ষের
পয়লা বোশেখটিকে।
নতুন বছর যাক না নিয়ে
নতুন আলোর দিকে।
Comments :0