POETRY — TUSHAR BOSE — WELCOME 1432 — MUKTADHARA — 2025 JANUARY 2025, 2nd YEAR

কবিতা — তুষার বসু — স্বাগত ১৪৩২ — মুক্তধারা — ১৫ এপ্রিল ২০২৫, বর্ষ ২

সাহিত্যের পাতা

POETRY  TUSHAR BOSE  WELCOME 1432  MUKTADHARA  2025 JANUARY 2025 2nd YEAR

কবিতামুক্তধারা

স্বাগত ১৪৩২
তুষার বসু

অবহেলায় ঝুলতে থাকা
বাংলা ক্যালেন্ডার, 
দিন ফুরালো বলে এবার
হবে পগারপার।

সারা বছর ভুলেই থাকি
বাংলা মাসের তারিখ,
বাংলা ভাষায় বললে কথা
কেউ করেনা তারিফ।

বাতাসে আজ বিষের ধোঁয়া 
নিবিড় অন্ধকার। 
সরিয়ে দিতে হবেই এবার
অন্ধকারের দ্বার।

আজ সকালে পুব আকাশে
দিচ্ছে উঁকি যে,
সেওতো দেখি টকটকে লাল
পোষাক পরেছে।

তবুও মানি নববর্ষের 
পয়লা বোশেখটিকে।
নতুন বছর যাক না নিয়ে 
নতুন আলোর দিকে।

 

Comments :0

Login to leave a comment