মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বাতিলের বিল পেশ হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনে। লোকসভার পর সেই বিল পাশ হয়েছে রাজ্যসভাতেও। কিন্তু বিল পেশের এক মাস আগেই কর্মসংস্থান নিশ্চয়তা আইনের আওতায় বিভিন্ন প্রকল্প থেকে ১৬ লক্ষ ৩০ হাজার শ্রমিকের নাম বাদ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ান লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে নাম বাদ দেওয়ার তথ্য জানিয়েছেন।
বিল পেশের আগে ৩৬ দিন ধরে বাদ দেওয়া হয়েছে এই শ্রমিকদের নাম। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিলটি পেশ হয় লোকসভায়।
এই প্রতিবেদনের তথ্য জানাচ্ছে যে চলতি বছরের ১০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বাদ দেওয়া হয়েছে ১৬ লক্ষের বেশি শ্রমিকের নাম।
নরেন্দ্র মোদী আসীন হওয়ার পর থেকে একশো দিন কাজের প্রকল্পের নানাভাবে বাধা তৈরি করেছে। এই প্রকল্পে কাজের জন্য চালু হয়েছে নতুন নতুন নিয়ম। মোবাইলে তথ্য পেশ করার বাধ্যবাধকতা চালু করা হয়েছে। সংসদে মন্ত্রক জানিয়েছে যে একাধিক জব কার্ড, শ্রমিকের চলে যাওয়া, পঞ্চায়েত বদলে শহরের আওতায় চলে যাওয়ার পাশাপাশি মৃতদের নাম বাদ দেওয়া হয়েছে।
চালু আইন বাতিল করে সংসদে পাশ হয়েছে ‘ভিবি জি রাম জি’ বিল। কাজের জন্য প্রকল্প খরচে কেন্দ্রের দায়িত্ব বদলানো হয়েছে। আগের আইনে রাজ্যকে সরঞ্জাম বাবদ খরচের ৩৫ শতাংশ বইতে হতো। নতুন বিলে ৪০ থেকে ১০০ শতাংশ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যগুলির ওপর। আর্থিক বিচারে সঙ্কটাপন্ন রাজ্যগুলি প্রকল্প কাটছাঁট করতে বাধ্য হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
বারবার একশো দিন কাজের আইনকে বাধার মুখে ফেলা সত্ত্বেও গড়ে প্রতি বছর ২০০ কোটি শ্রমদিবস তৈরি হয়েছে এই প্রকল্পে। গ্রামে তৈরি হয়েছে সামাজিক সম্পদ। প্রায় ৫ কোটি পরিবার কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। যার অর্ধেক মহিলা। তফসিলি জাতি এবং আদিবাসী শ্রমিকের ভাগ প্রায় ৪০ শতাংশ থেকেছে। এই বিপুল অংশের রোজগারের সুযোগ গুরুতর প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রের নতুন বিলে।
G RAM G
নতুন বিল পেশের আগেই ১৬ লক্ষ নাম বাদ গ্রামীণ নিশ্চয়তা প্রকল্পে
×
Comments :0