POETRY: MUKTADHARA — SELINA KHATUN / 2 NOVEMBER

কবিতা — ওমা উমা, হওগো সহায় / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  SELINA KHATUN  2 NOVEMBER

মুক্তধারা

কবিতা

ওমা উমা, হওগো সহায়
সেলিনা খাতুন

এসেছেন মা সবার ঘরে,
খুশির আমেজ ঘরে ঘরে।
এরই মাঝে কিছু মানুষ
  রয়েছে জীবন ঘোর অন্ধকারে ।
নতুন পোশাক হয়নি সবার,
দুবেলা  পেটভরে জোটে না আহার।
অন্যদিকে চলছে আলোর মালার,
স্ফূর্তিতে  মাতা নানান বাহার।
অত্যাচার অবিচার চলছে দেশে ,
বৈষম্য, নির্যাতন, তারই পাশে।


দেশের মাকে বিব্স্ত্রা করে,
ইজ্জত লুটেরা উল্লাস করে।
বিলকিস ,কামদুনি, পায়নি বিচার ,
হাতরস, হাঁসখালিও গহীন আঁধার। 
বেকার যুবক-যুবতি রাস্তায় বসে, 
উন্নয়নের বাহার চলছে কোশে- রসে।
কায়ায় নয় __মা,চলছে মায়ায়,
ওমা  উমা, হওগো  সহায়।
ছলনাকারীদের দাও মা সরিয়ে ,
এই দেশকে দাও মা, আলোয় ভরিয়ে।

Comments :0

Login to leave a comment