MUKTADHARA

মুক্তধারা কবিতা সাহিত্যের পাতা

সাহিত্যের পাতা

জয় দুর্গার জয়
    অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়

দুর্গা আসে দুর্গা হাসে
দুর্গা ভাসে জলে, 
হাত পেতেছে এক দুর্গা 
অন্ন পাবে বলে। 
ভিড় করেছে সবাই মিলে 
পাড়ার দুর্গাতলায়, 
স্বপ্ন দেখে আর -এক দুর্গা 
নতুন পথ চলায়। 
এই ক-টাদিন দুর্গা আছেন
তাই কিছু নেই ভয়, 
ধনীই বলো, গরিব বলো
জয় দুর্গার জয়।। 
    ----------------

 অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় 
গ্রাম ও ডাকঘর --দশঘরা 
জেলা --হুগলি /পিন --৭১২৪০২ 
দূরভাষ --৯৭৩২৬৬১০৮৮

Comments :0

Login to leave a comment