রবিবারের হাইভোল্টেজ ম্যাচে নামার আগে কিছুটা অ্যাডভান্টেজে মোহনবাগান । শনিবার ওড়িশা এফসির অফসিয়াল ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো এক ' অজ্ঞাত ' কারণে দল ছেড়ে চলে গেছেন আহমেদ জাহু। তাই রবিবারের ম্যাচে তিনি মোহনবাগানের বিরূদ্ধে খেলবেন না। ফলে কিছুটা সুবিধাজনক জায়গায় থাকবে মলিনা ব্রিগেড। তবে জাহু না থাকলেও লোবেরার দলে হুগো বুমোস , মুরতাদা ফল , দিয়েগো মরিসিওর মতো খেলোয়াড়রা রয়েছেন। আর কোচের নাম যখন লোবেরা তখন তিনি তার দলকে সেরা ট্যাকটিকসেই খেলাবেন মোহনবাগানের বিরুদ্ধে। তাই লক্ষ্যে অবিচল থেকেই রবিবার ম্যাচটি জিতে শিল্ড ঘরে রেখে দিতে চান মলিনা।
একনজরে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল , শুভাশীষ , টম , আলবার্তো , আশীষ , আপুইয়া , টাংরি , লিস্টন , মানবির , গ্রেগ স্টুয়ার্ট ও জেমি ম্যাকলারেন।
Comments :0