POETRY: SHARAD MUKTADHARA — BIKASH BHATTACHARJEE

কবিতা — ঢাকের শব্দে / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  BIKASH BHATTACHARJEE

শারদ মুক্তধারা

কবিতা

ঢাকের শব্দে
বিকাশ ভট্টাচার্য


আকাশের তুলোমেঘ কাশবনে নেমে এলে বাতাসও
সুরেলা হয়ে গান গায়    বাঁধনের গান 
বিনি সুতোর মালা গাঁথে     শ্রেণিহীন মনে হয়  
বুকের ভেতরে    

সকলের হাতের তালু চুলকোতে শুরু করলে
কুমোরটুলি থেকে কোচবিহার 
মন্দারমণি থেকে অযোধ্যাপাহাড়
প্রিমিয়ার শো-এ নেমে পড়া গোটা টলিউড
দিনরাত এক ক'রে ফ্যালে  

অনেক রাতের পর প্রেমচাঁদ বড়াল লেনের মতো
ওস্তাগর লেনও ধীরে ধীরে শান্ত হয়ে যায়

আলোর সরণি ধরে যে যার ফিরে যায় ঘরে

ফেরে না ফুটপাত শুধু
ওখানকার চুলোর আগুন জল ঢেলে ঢেলেও  
নেভাতে পারলো না কেউ আজও

ঘরের অন্ধকারে ডুবে যায় রাস্তার আলো

Comments :0

Login to leave a comment