শারদ মুক্তধারা
কবিতা
শরৎ এসেছে
লক্ষ্মীকান্ত কর
এবার মামার বাড়ি যাচ্ছি না,পাড়ায় নতুন
প্রতিমা আসছে।
সীমাহীন আনন্দ উড়ছে বাতাসে,
দেবীর কাঠামোয় মাটি পড়ল যে আজ।
শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করল
মা-কাকিমারা ।
নতুন জামা-প্যান্ট আর পটকার গল্প বন্ধু মহলে।
হারিকেনের আলোয় যাত্রার রিহার্সাল শুরু বড়োদের।
পদ্মপুকুর মাথা তুলে বলছে ,শরৎ এসেছে
এবার হারিয়ে যাবার পালা,
নতুন সূর্য দেবে উঁকি আজকের সারাবেলা ।
Comments :0