POETRY: SHARAD MUKTADHARA — PRITI SAYNAL

কবিতা — ঘুম‌ আসে না / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  PRITI SAYNAL

শারদ মুক্তধারা

কবিতা 

ঘুম‌ আসে না 
প্রীতি সান্যাল

টেলিভিশন বন্ধ রেখেছি 
খবরের পাতা_
তাও খুলি না, 
তবু দুঃস্বপ্ন দেখি আমার চারদিকে 
আগুনের হলকা হিসহিস সাপের শিসে দাউদাউ জ্বলছে 
কেঁপে উঠে বলি 
এত ঘৃণা এত হিংসে কতদিন ধরে এখানে জমেছে বুঝতে পারিনি 
এখন দেখছি আগুন জ্বলছে সবখানে
দেশ দিগন্ত পেরিয়ে 
পৃথিবীর শান্তি খুন করে দাউদাউ আগুন জ্বলছে ।
মা দুর্গা বিপত্তারিণী,
বহুবলধারিণী 
দশভূজা তুমি 
শান্তিরূপিণী 
" বরিষ ধরা মাঝে শান্তির বারি" জননী
ভুবনমোহিনী তুমি অসুরদলনী 
যা কিছু অশুভ
আজ ঘিরেছে তোমারই সৃষ্টি  বসুন্ধরাকে
নাশ করো মাগো 
ত্রাস মুক্ত করো সন্তানজনে
উঠোন নিকিয়ে  আসন পেতেছি বসবে বলে করজোড়ে কাতর প্রার্থনা সবার
হিংসার আগুন নেভাও 
যুদ্ধ দামামা থামিয়ে ফেরাও ভোরের 
হরিসংকীর্তন , পূজার মন্ত্রপাঠ ,সন্ধ্যায় আজানের ডাক ,শৈশবের নিষ্পাপ ঘুম

সুরের গুঞ্জনে ভেসে যাক ইমন কল্যাণ আহির ভৈরবী।

Comments :0

Login to leave a comment