POETRY: SHARAD MUKTADHARA — SAYTAJIT MONDAL

কবিতা — এ কোন স্বাধীনতা / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  SAYTAJIT MONDAL

শারদ মুক্তধারা

কবিতা

পঁচাত্তর বছরের  মা দুর্গারা

সত্যজিৎ মণডল

সত্য সেলুকাস !
কী বিচিত্র এই রাজনীতির দাদারা !

লালকেল্লার সিঁড়িতে শুয়ে থাকা 
ক্ষুদিরাম রহমতদের শরীর জেগে উঠে
খুলে দিচ্ছে  পইতের পোশাক

সারাপৃথিবী দেখছে 
তার উলঙ্গ
লাল গোলাপের দাঁত....

স্বাধীনতার 
পঁচাত্তর বছরে
রাজপথ থেকে খেদানো
হাজার  হাজার 
চাকরিচ্যুত মাতঙ্গিনি 
মা দুর্গাদের

চোখের জলে ভেজা
কাশফুল মাড়িয়ে

শজারুর কার্নিভ্যালে 
কুমন্ত্র পড়লেন

ক্ষেপণাস্ত্রবাহী পাগলি কাপালিক

পঞ্জিকামতে একে একে
বিউটি পার্লার থেকে
বেরিয়ে এল ফতোয়ার হাসি

বেতাল বোলতার তর্পণে
মুখরিত হল
লজ্জাহীন 
ফানুস নহবত. . . .

বিসর্জন দিলেই   মা চলে যান    না
শূন্য  পথে     পড়েছিল
পঁচাত্তর কোটি দু:খবিন্দু

লেলিহান জ্যোৎস্নার ছোবলে
জ্বলে উঠে 
তারা বলতে লাগল

সত্য সেলুকাস !
কী বর্বর এই 
তালিবানি তালুক. . . .

Comments :0

Login to leave a comment