POETRY: SHARAD MUKTADHARA — SRIJA SARKAR

কবিতা — শোচনীয় শরতের শোভা / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  SRIJA SARKAR

শারদ মুক্তধারা

কবিতা

শোচনীয় শরতের শোভা
শ্রীজা সরকার

আশ্বিনের আকাশ ফিরে      দেখে,
আড়ালে আবডালে অশ্রুসিক্ত মুখে
আকাশ ছোঁয়া বৃক্ষদের সাক্ষী হিসেবে বেছে
অশ্রুজলে আচ্ছন্ন হয়ে যায় যে মুছে;
মগ্নচৈতন্যে মুগ্ধ একটি মানুষের মন-

                 এ যুগে বিরহ-বিলাপ বেড়েছে এমন,
                ছেঁড়া ছেঁড়া মেঘে বেষ্টিত শরতের গগন
                স্মরণ করে শ্রাবণের বৃষ্টিস্নাত বারবেলার মরশুম।

স্থানে স্থানে শিউলির সুবাসে সুসজ্জিত
এ সময়,
কাশের কাননে কর্মঠ কিশোরদের কলকাকলি 
বেলায় অবেলায়, 
আগমনির অনুরক্তির আবির্ভবন, আনন্দময় অবস্থানে;
অসন্তোষের, অসম্মতির, অসম্ভবতার, অসম্পূর্ণতার অবসান-
           তবুও যেন অবিরাম বৃষ্টি ও অবারিত কান্না
           আজও অবিচ্ছিন্ন,
           খোঁজা হল না যে- কোনো
           অন্তের অবিভিন্ন!

আলোকোজ্জ্বলের আলোড়ন
            আবার অমানিশার অন্ধকার;
হর্ষের হাতছানি 
                     হেথায় হতাশার হুঙ্কার;
কলতানের কল্লোল
                           কোথাও নীরবতার নৈপুণ্য।

      শরতের নীল নভোমণ্ডল দেখে চেয়ে
      মনস্কামনার মিনতিতে মরিয়া যে মেয়ে,
রোদনে ভরাট যার ললাট
                      প্রস্ফুটিত হয় সে হঠাৎ,
            কার প্রলুব্ধকর প্রতিক্রিয়ায়?
            জাগরিত হয় সে হঠাৎ,
            কার জাগরণে?
        আশ্বিনের অমায়িক অম্বর অবসরে
                    ওঠে কেঁদে,
         কোনো এক ভয়াবহ ভবিষ্যতের
               ভাঁড়ামির ভেদে!

Comments :0

Login to leave a comment