POETRY: SHARAD MUKTADHARA — SUDIPTA BONDAPADHAYA

কবিতা — প্ৰচ্ছদ / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  SUDIPTA BONDAPADHAYA

শারদ মুক্তধারা

কবিতা 

প্ৰচ্ছদ 

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

মহালয়াৱ ভোৱে আশ্বিনের আলোৱ সাথে
খুনসুটিতে মাতা চড়াই,
ঠোঁট থেকে যে আমন্ত্ৰণপত্ৰটি ৱেখে গেল
সেটি খুলেই আমি অবাক--
কিছু বিবৰ্ণ ঘাস, কিছু শুখামাটি ও মৱুভূমি!

পাখি, কি যে বলতে চাইল বুঝতে পেৱে
আমি নিৰ্বাক হয়ে যাই! 
বাইৱে যখন পুজোৎসবেৱ উজ্জ্বল ৱোশনাই
ভিতৱে তখন অকাল ধাৱাপাতে ভিজে যাচ্ছে
লালিত স্বপ্নেৱ হ্লাদিত শৱীৱ,
পিঙ্গলবৰ্ণেৱ চোখ মেলে সব দেখছে দেবী--
সাৱা শৱীৱেৱ শুখামাটিতে পড়ে আছে
বিবৰ্ণ ঘাস, দেহকাণ্ডে জন্ম নিচ্ছে মৱুভূমি,
এটাই এবাৱেৱ আশ্বিনেৱ প্ৰচ্ছদ!

Comments :0

Login to leave a comment