POETRY: SHARAD MUKTADHARA — UPEKHIT SHARMA

কবিতা — দুগ্গামায়ের প্রতি / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  UPEKHIT SHARMA

শারদ মুক্তধারা

কবিতা

দুগ্গামায়ের প্রতি
উপেক্ষিৎ শর্মা

দিনগুলো হেসে ওঠে সূর্যের ভুল মাপে
রাত্তিরে আলো আর ঝলকের জলছাপে
বাঁকা চাঁদ আবডালে লুকিয়েছে পোড়া মুখ
উপচিয়ে উথলিয়ে ভেসে যায় মহাসুখ।

চারদিন চারবেলা পেট ভরে পায় ভোগ
ফুটপাত নেচে ওঠে ভুলে সব দুর্ভোগ
ভুলে যায় বুড়ো বাপ ভাঙা ছাদে একা শুয়ে
পেটরোগা ছেলেটাও ঘুমে কাদা ভেজা ভুঁয়ে।

সন্ধের অষ্টমী কেটে গেল আনমনে
নবমী তো এল মাগো চেয়ে দেখো চৌকোণে
এককোণে পড়ে আছে শিক্ষার অবহেলা
বাকি তিনকোণ জুড়ে দুর্নীতি খেলা মেলা

দিনগত জমা পাপ আর কত সহে যাবে?
হাসিমুখে আর কত মানুষেরা খাবি খাবে?
এইবার বেজে ওঠো ভৈরবী ঝাঁপতালে
জনগণ বুক ভরে শ্বাস নিক চৌতালে।


 

Comments :0

Login to leave a comment