Poetry — MADHUCHANDA DASGUPTA / MUKTADHARA

কবিতা — শ্রেষ্ঠোৎসব / মুক্তধারা - ৪ নভেম্বর

সাহিত্যের পাতা

Poetry  MADHUCHANDA DASGUPTA  MUKTADHARA

 মুক্তধারা

কবিতা

শ্রেষ্ঠোৎসব
মধুছন্দা দাশগুপ্ত

আজ বাঙালির শ্রেষ্ঠোৎসব
দুর্গোৎসব আজ
আনন্দ আর খুশির বন্যা
সবার মনের মাঝ।
আলোয় আলো, আতশবাজি
আর ধুনুচি নাচ
ঢাকের বাদ্যি, ঝলমলানি
নতুন পোশাক সাজ।
প্রয়াসটুকু থাকে যেন
সবাই মিলে এইমাত্র মাতনে
আনন্দেতে শামিল করি
অভুক্ত আর
দুঃখীজনে।
সাম্প্রদায়িকতা ভুলে
বুকে টানি সকলজনে
শ্রেষ্ঠোৎসব আনে যেন
খুশির জোয়ার সবার মনে।

Comments :0

Login to leave a comment