BIHAR COMMUNAL STRIFE

ভুয়ো প্রচার চালিয়ে অশান্তি
বিহার শরিফে, ধৃত আরও ৫

জাতীয়

BIHAR COMMUNAL STRIFE

অশান্তি বাঁধানোর জন্য ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। ভিডিও চালাচালি হয়েছিল হোয়াটসঅ্যাপে। সংগঠিত প্রচার চালিয়ে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হয়েছে বিহার শরিফে। 

রবিবার সংবাদমাধ্যমে এই তথ্য দিয়েছে বিহার পুলিশ। নালন্দা জেলার বিহার শরিফে রামনবমীকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। সংখ্যালঘুদের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। রবিবার আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও ২ জন আত্মসমর্পন করেছে। 

পুলিশের অতিরিক্ত ডিজি জেএস গাঙ্গোয়ার এদিন পাটনায় জানিয়েছেন যে দুষ্কৃতীরা হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপ খুলে প্রচার চালিয়েছে। এদের পিছনে সংগঠিত আর কোন শক্তি আছে খুঁজে দেখা হচ্ছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে টানা কয়েকদিন ঘৃণার প্রচার চালানো হয়েছে।  

বিহার শরিফে সাম্প্রদায়িক উত্তেজনায় কড়া অবস্থান নিয়েছে জনতা দল (ইউ)-রাষ্ট্রীয় জনতা দল প্রশাসন।  

Comments :0

Login to leave a comment