সিআইটিইউ অনুমোদিত পোস্তা শ্রমিক সঙ্ঘ পোস্তার পাইকারি বাজারের সব থেকে বড় শ্রমিক সংগঠন। ন্যায্য মজুরি ও শ্রম কোড বাতিলের দাবিতে তাঁরা ব্রিগ্রেড যাবেন।
সিআইটিইউ নেতা বরুণ ভট্টাচার্য বলছেন, "বামফ্রন্ট সরকার শ্রমিকের অধিকারের পক্ষে ছিল। বামফ্রন্ট সরকার দায়িত্ব থেকে সরে যাওয়ার পর বর্তমান রাজ্য সরকার আমাদের পায়ের তলার জমি কেড়ে নিতে চায়। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হওয়ার ফলে আমাদের ওপর আর্থিক শোষণ চালানো হয়। তিনি আরও জানাচ্ছেন, "এই এলাকায় কম বেশি ১৫০০ শ্রমিক প্রতিদিন কাজ করেন। তাঁদের থাকার সুষ্ঠু বন্দোবস্ত নেই। স্থানীয় বস্তিগুলিই শ্রমিকদের প্রধানত থাকার জায়গা। সেখানকার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। শ্রমিকদের চিকিৎসার জন্য কোন বন্দোবস্ত নেই। মালিকরাই চায় না শ্রমিকরা মাথা উঁচু করে কাজ করুক। তাই আমাদের একমাত্র পথ হচ্ছে আন্দোলন। আমাদের দাবি পূরণের দাবিতে আমরা ২০ এপ্রিল ব্রিগেড যাব।"
আরও এক প্রবীণ শ্রমিক জানাচ্ছেন, "আমরা ১৯৭৭ থেকে লড়াই চালাচ্ছি। জ্যোতিবাবুর বামফ্রন্ট সরকার আমাদের পাশে ছিল। শ্রমিকের অধিকারের প্রশ্নে বরাবরই বামফ্রন্ট সরকার আমাদের পাশে থেকেছে। কিন্তু বর্তমানে সরকার আমাদের অধিকার নিয়ে ছেলে খেলা করছে। শ্রমিকদের ওপর মালিকরা অত্যাচার চালাচ্ছে। বিরাট অংশের শ্রমিক যারা প্রতিদিন কাজ করত তারা বাধ্য হয়ে কাজ ছেড়ে গ্রামে ফিরে গেছে। কিন্তু আমাদের ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার দাবিতে লড়াই শেষ পর্যন্ত চালাবোই।"
পোস্তা অঞ্চলের শ্রমিকরা দৃঢ়প্রতিজ্ঞ। লড়াইয়ের পথেই হাঁটবেন তাঁরা। এর মধ্যেই শ্রমিকদের নিয়ে ৬টি সভা করেছেন। ২টি সভা করেছেন স্থানীয় বস্তি এলাকায়। ১৮ এপ্রিল একটি বড় মিছিল হবে। সিআইটিইউ নেতৃবৃন্দ জানাচ্ছেন, ২০ তারিখ পোস্তা এলাকা থেকে প্রায় ১ হাজার শ্রমিক ব্রিগেডে যাবেন।
CITU POSTA
পোস্তা বাজারের মালবাহকরা বেঁধেছেন জোট, যাচ্ছেন ব্রিগেডে

×
Comments :0