RABIKATHA Premandra Mitra

রবিকথা প্রেমেন্দ্র মিত্র

সাহিত্যের পাতা

Premandra Mitra Muktadhara

নাম

প্রেমেন্দ্র মিত্র

 


সব কথা স্তব্ধ হলে
দেখি এক পবিত্র যন্ত্রণা 
সৃষ্টিমূল থেকে তরঙ্গিত
সময়ের শূন্যপটে
একে যায় জ্বলন্ত বিস্ময় ।
আনন্দাৎ এব খল্বিমানি—
জেনেও তা রক্তাক্ত সংশয়।

 

নিজেকে তা মাটিতেই বাঁধে
কথা সুর ছবি হয়ে
সকলের সঙ্গে হাসে কাঁদে । 
তবু অনির্বাণ
সত্তার অতৃপ্ত প্রশ্ন বিদ্রোহের যন্ত্রণা বিধুর 
উদ্‌ভ্রান্ত, বিক্ষুব্ধ যুগে কখনো হয়ত 
নাম নেয় রবীন্দ্র ঠাকুর।

Comments :0

Login to leave a comment