QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 3 JULY 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ৩ জুলাই ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  3 JULY 2025 3rd YEAR

বলতে পারো অমল কর নতুনপাতা,   উত্তর : ৩ জুলাই ২০২৫, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১.  কোন্ দুই ভারতীয় দলের হকি খেলোয়াড় একই দিনে শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন?
২. পেশাদারি ফুটবলে লিওনেল মেসি ফ্রিকিক থেকে মোট কত গোল করেন?
৩. সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- এর উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসের নাম বলো।
৪. কোন্  প্রথম ভারতীয় সুপারস্টার মহিলা হিন্দুস্তানি শাস্ত্রীয়  সংগীতশিল্পীর গান গ্ৰামোফোন কোম্পানি রেকর্ড করে?
৫. পেশায় ইঞ্জিনিয়ার বিশিষ্ট কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র কয়েকটি কাব্যগ্রন্থের নাম বলো।
৬. কোথায় কবে কেন Rat Catcher দিবস পালিত হয়?

সমাধান

১. ভারতীয় হকি দলের দুই খেলোয়াড় দিলপ্রীত সিং ও সুখজিৎ সিং ২২/০৬/২৫ তারিখে প্রো লিগে বেলজিয়ামের বিরুদ্ধে (ভারত জয়ী ৪-৩গোলে) শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন।
২. পেশাদারি ফুটবলে ইন্টার মিয়ামির হয়ে লিওনেল মেসি ৬১ তম ম্যাচে ৫০ তম গোল এবং ফ্রিকিক থেকে ৬৮ তম গোল করেন।
৩. সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- এর (জন্ম ২৬/০৬/১৮৭৩) উল্লেখযোগ্য উপন্যাস:
কপালকুণ্ডলা,মৃণালিনী,যুগলাঙ্গুরীয়,রাজসিংহ, আনন্দমঠ,দেবী চৌধুরানী, সীতারাম, বিষবৃক্ষ,কৃষ্ণকান্তের উইল,রজনী ও রাধারানী।
৪. হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের গজল,দাদরা,ঠুমরি ইত্যাকার অনন্য শিল্পী ভারতের প্রথম মহিলা সুপারস্টার গওহর জান (১৮৭৩-১৯৩৪)-এর গান গ্ৰামোফোন কোম্পানি রেকর্ড করে।
৫. পেশায় ইঞ্জিনিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর -এর প্রভাব এড়িয়ে দুঃখবাদী কবি হিসাবে খ্যাত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত(১৮৮৭-১৯৫৪) মরীচিকা মরুশিখা মরুমায়া সায়ম ত্রিযামা নিশান্তিকা অনুপূর্বা ইত্যাদি কাব্যগ্রন্থ লেখেন।
৬. জার্মানির হ্যামলিন শহরে গত ৭০০ বছর ধরে ২৬ শে জুন Rat Catcher দিবস হিসেবে পালন করা হয়। স্বপ্নের বাঁশিওয়ালা হ্যামলিনকে যে -রাস্তায় শেষবার বাঁশি বাজাতে দেখা গেছে তার নাম "নো ড্রাম স্ট্রিট",যেখানে কোনো বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ।

Comments :0

Login to leave a comment