QUIZ / NatunPata — AML KAR / 16 November - ANS.

বলতে পারো — নতুনপাতা / ১৬ নভেম্বর - সমাধান

ছোটদের বিভাগ

QUIZ  NatunPata  AML KAR  16 November - ANS

নতুনপাতা 

বলতে পারো 

অমল কর 

১৬ নভেম্বর - সমাধান

জিজ্ঞাসা

১) ভারতের কোন্ ক্রিকেটার ৫০ ওভারের বিশ্বকাপ খেলায় ভারতের 
পক্ষে সর্বাধিক উইকেট পেয়েছেন ?
২) আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ
Ballon d'or পুরস্কার পুরুষ বিভাগে বিশ্বে সবচেয়ে বেশিবার কে পেলেন?
৩) ভারতের একশো টাকার নোটে
এখন মোট কত ভাষা ব্যবহৃত হয়েছে ?
৪)বিশ্বের সবচেয়ে বড়ো ফুল কোনটি?
৫)কোন্ পাখি সবচেয়ে জোরে ওড়ে?
৬)জনহীন বিস্ময়ভূমি-বিপদভূমি 
ব্রাজিলের আটলান্টিক উপত্যকার
সাওপালোর কাছে সর্পদীপ সম্বন্ধে
কি জানো ?

সমাধান

১) ভারতের মোহাম্মদ সামি এবারের বিশ্বকাপে ৪ ম্যাচে ১৬ উইকেট সহ মোট ৪৭টি উইকেট দখল করে ৫০ ওভারের 
বিশ্বকাপে ভারতের সর্বাধিক উইকেট
প্রাপক।
২)আন্তর্জাতিক ফুটবলে পুরুষ বিভাগে সেরা Ballon d'or পুরস্কার   পেলেন  আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সবচেয়ে বেশিবার,এবার নিয়ে মোট আটবার।আগে  ২০০৯ থেকে ২০১২,
২০১৫, ২০১৯ ও ২০২১ সালে ওই
পুরস্কার জয়ী।
৩) ভারতের একশো টাকার নোটে
এখন মোট ১৭ টি ভাষা ব্যবহৃত হয়েছে।
৪) "রেফ্লেসিয়া"  বিশ্বের সবচেয়ে বড়ো ফুল।
৫)ইগল সবচেয়ে জোরে ওড়ে।
৬) ব্রাজিলের আটলান্টিক উপত্যকার 
সাওপালোর কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০৬ মিটার উচ্চতায় অবস্থিত অবিশ্রান্ত বৃষ্টির দেশ(রেন ফরেস্ট) জনশূন্য  "ইলহা দ্য কুইমেডা গ্ৰ্যান্ড " দ্বীপে ১১০ একর জমিতে প্রায় ৪,৩০,০০০ বিষাক্ত সাপের বাস।

Comments :0

Login to leave a comment