QUIZ NATUNPATA 18 MAY ANS.

বলতে পারো ১৮ মে - সমাধান

ছোটদের বিভাগ

QUIZ  18 MAY ANS

বলতে পারো ১৮ মে - সমাধান

অমল কর

 

জিজ্ঞাসা

 

১) শিপাঞ্জীর সাথে মানুষের জিনের মিল কতটা?

২) কোন্ প্রথম ভারতীয় ক্রিকেটারটি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে১০০০টি ৪ (বাউন্ডারি) মারেন।

৩) সাম্প্রত সময়ে কে সাঁওতালি অলচিকি ভাষায় ভারতের সংবিধান রচনা করেন?

৪) ইংরেজি রুশ চিনা আরবি ফারসি - রাষ্ট্রপুঞ্জের ব্যবহৃত ভাষা ছিল। এখন আরও ছয়টি ভাষা যুক্ত হয়েছে। কি কি?

৫) সাহিত্যিক রমাপদ চৌধুরী কোন্ কোন্ ছদ্মনামেও লিখতেন?

৬) ভিল জাতির লোকসংস্কৃতির মহাভারত বা গাথাকাব্যর নাম কি?

 

 


সমাধান

 

১)  মানুষের সাথে শিম্পাঞ্জির জিনগত মিল ৯৮ শতাংশ।

২) শিখর ধাওয়ান  প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০টি বাউন্ডারি হাঁকান।

৩) বাঁকুড়ার খাতড়া থানার মুড়াগ্ৰামের বিশিষ্ট অধ্যাপক ও অনুবাদক শ্রীপতি টুডু।এই সংবিধানে ২৪ টি অংশে ৪৪৮টি ধারা ১১৩টি সংশোধনী যুক্ত করা হয়েছে ।

৪) ১২/০৬/২০২২ তারিখ থেকে রাষ্ট্রপুঞ্জের ৭৬ তম অধিবেশনেবাংলা পোর্তুগিজ হিন্দি উর্দু পার্সিও কিসওয়াহিলা ভাষায়ও বিবৃতিও গুরুত্বপূর্ণ ঘোষণা করা যাবে।

৫) সাংবাদিক সম্পাদক ও লেখকরমাপদ চৌধুরী "পত্রনবীশ" ও"অর্জুন রায়"  ছদ্মনামেও লিখতেন।

৬) "ভিলো নু ভারথ" ভিল জাতির মহাভারত। (মূলত গুজরাত ও রাজস্থানের ভিলদের। ডুঙ্গুর ভিলদের মহাভারত স্বতন্ত্র)।

 

 


 

Comments :0

Login to leave a comment