QUZEE ANS-27 JULY / NatunPata — AML KAR

বলতে পারো — অমল কর / সমাধান-২৭ জুলাই

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR

বলতে পারো  

অমল কর / সমাধান-২৭ জুলাই

জিজ্ঞাসা

 
১) নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?
২)আলোকবর্ষ বলতে কি জানো?
৩)বিশ্বের সবচেয়ে বড়ো জাতীয় পতাকা
   কোন্ দেশের?
৪) বাংলা ভাষা চর্চায় আমরা বহু
     আরবি শব্দ ব্যবহার করি‌।
     এরকম ৫টি শব্দের উদাহরণ দাও।
৫)বিগত বিশ্বকাপ ফুটবল
কোথায় কবে অনুষ্ঠিত হয়?
কোন্ কোন্ দল উদ্বোধনী ম্যাচে
অংশ  নেয়?
৬) মোহনবাগান ক্লাব কার নেতৃত্বে
প্রথমবার ডুরান্ড কাপ জেতে?

 
সমাধান


১) নোবেল পুরস্কারের অর্থমূল্য
১১.৪৫ লক্ষ বলার।
২) আলোকবর্ষ মানে একবছর
সময়ে আলো যতখানি দূরত্ব ওর
অতিক্রম করে। অর্থাৎ ৯৪৬১০০০০০০০০০ কিলোমিটার।
৩) বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকা
ভারতের জাতীয় পতাকা ।লাদাখে
২০০০ ফুট উচ্চতায় অবস্থিত। যার
ওজন ১০০০ কেজি, চওড়া ১৫০ফুট,
২২৫ ফুট লম্বা। নির্মাণে সময় লাগে 
১ মাস।
৪) বহু আরবি শব্দের ব্যবহার বাংলা
সাহিত্যে ব্যবহৃত হয়। তারমধ্যে
কলম,খবর,কাগজ,জমা, বাতিল 
ইত্যাদি অন্যতম।
৫)বিগত বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত
হয় কাতারে। উদ্বোধনী ম্যাচ হয়
২০/১১/২২ তারিখে।আয়োজক দল
কাতার, ইকুয়েডর-এর বিরুদ্ধে ০-২
গোলে হারে।
৬) মোহনবাগান ক্লাব প্রথম ডুরান্ড 
কাপ জেতে শৈলেন মান্না-র নেতৃত্বে
১৫/১১/১৯৫৩ সালে ৪-০ গোলে
ন্যাশনাল ডিফেন্সকে হারিয়ে । 

Comments :0

Login to leave a comment