QUZEE / NatunPata — AML KAR / 24 AUGUST - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান / ২৪ আগস্ট - নতুনপাতা

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR  24 AUGUST - ANS

নতুনপাতা

বলতে পারো   

অমল কর

জিজ্ঞাসা
১) শ্রীলঙ্কা থেকে  তামিলনাডু
পর্যন্ত সাঁতরে কোন্ ভারতীয়
সাঁতারু বিশ্বরেকর্ড গড়েন ?
২) বিশ্বের প্রথম কোন্ মহিলা
ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ৭০০০ রান করেন?
৩) বিশ্বের সবচেয়ে দামি ২৫ তলা
উচ্চতা বিশিষ্ট সোনায় নির্মিত
হোটেল কোথায় অবস্থিত?
৪) কোন্ তিন মুসলিম অনুবাদক
ভাগবত গীতা ও বেদ অনুবাদ করেন?
৫)মঙ্গলগ্ৰহের উত্তাপের সাথে বিশ্বের কোন্ অঞ্চলের উত্তাপের সাদৃশ্য আছে?
৬) আমেরিকার প্রাচীনতম বৃক্ষ 
কোনটি?
 

সমাধান
১)১২ বছর বয়স্কা মূক ভারতীয়
সাঁতারু জিয়া বাঈ শ্রীলঙ্কা থেকে
তামিলনাডু পর্যন্ত ১৩ ঘন্টা সাঁতরে 
বিশ্বরেকর্ড গড়েন ।
২) ভারতের মিতালিরাজ  
২১৩ তম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে
বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার 
হিসাবে ৭০০০ রান করেন।
৩)২০ কোটি ডলারে নির্মিত ভিয়েতনামের গিয়ান ভো 
হ্রদের কাছে ডোলস হ্যানয় 
গোল্ডেন লেকে মোট ১ টন 
পুরোটা ২৪ ক্যারেট সোনায় 
নির্মিত ২৫ তলা উঁচু ৬ ধরনের 
৬ স্যুটে ৪০০ টি ঘর বিশিষ্ট 
হোটেল বিশ্বের সবচেয়ে 
দামি হোটেল।
৪) আব্দুর রহিম খানখানা,
আব্দুল ফয়েজ ফইজি এবং
দারা শিকো __এই তিন মুসলিম
অনুবাদক ভাগবত গীতা ও বেদ
অনুবাদ করেন।
৫) শীতকালে মঙ্গলগ্ৰহের উত্তাপ
মাইনাস ৬৫ ডিগ্ৰি সেলসিয়াস।
আলাস্কার উত্তাপও শীতকালে
মাইনাস ৬৫ ডিগ্ৰি সেলসিয়াস।
৬) ৫০০ বছর আগে লাগানো
ক্যালিফোর্নিয়ার ব্রিসিলকোন
পাইন গাছ আমেরিকার 
প্রাচীনতম বৃক্ষ।

Comments :0

Login to leave a comment