NATUNPATA Quize 10 MAY ANS.

নতুনপাতা বলতে পারো সমাধান ১০ মে

ছোটদের বিভাগ

Quize 10 MAY ANS

বলতে পারো

অমল কর

জিজ্ঞাসা

১. বিশ্বে রাবারের রাজধানী কোনটি?
২. জি এম টি পুরো কথা কি?
৩. কবি জীবনানন্দ দাশের রচনার পান্ডুলিপি, ডাইরি ও মুদ্রিত লেখার মোট শব্দ সংখ্যা কত?
৪. কৃষকের বন্ধু পাখি কোনগুলো?
৫. শিলং এর প্রথম বাংলা পত্রিকা কোনটি?
৬. টি-টোয়েন্টি ক্রিকেটের একটি ম্যাচে সর্বাধিক ছয় মারার রেকর্ড কার? (কোবিড কালের আগে)

 

 

সমাধান

১. আমেরিকার ওহায়ো রাজ্যের আক্রণ।
২. গ্রীনিচ মিন্ট টাইম।
৩. প্রায় ৪০ লক্ষ শব্দ।
৪. হাট্টিটি, হুপো, ভিরিরি, ফুটকি, বাঁশপাতি, কুবো, বেনেবউ, করকাটা, ছাতারে, ফিঙে, নীলকন্ঠ।
৫. শিলং বর্তিকা। প্রথম প্রকাশ ১৯৩৬ বসন্ত চট্টোপাধ্যায় প্রচেষ্টায়।
৬. আফগানিস্তানের জাগাইয়ের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৬টি ৬ মারেন।
 

Comments :0

Login to leave a comment