বৃহস্পতিবার আইপিএলে বিরাট কোহলি নামবেন নিজের ঘরের দল দিল্লির বিরুদ্ধে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালসের লড়াই হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। দিল্লির ছেলে বিরাট অবশ্য থাকবেন উল্টোদিকের দলে।গত ম্যাচে এই স্টেডিয়ামেই মুম্বইকে তারা হারিয়েছিল। ফলে এবার দিল্লিকে হারাতেও তারা বদ্ধপরিকর। রজত দারুণভাবে অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন । ফিল সল্ট , লিয়াম লিভিংস্টোন , জশ হ্যাজেলউডরা রয়েছেন। অন্যদিকে দিল্লি গত দুটি ম্যাচেই জয় পেয়েছে। অক্ষর প্যাটেল অধিনায়কত্বের দায়িত্ব দারুণভাবে পালন করেছেন। কে এল রাহুল , ফাফ ডু প্লেসিস ছাড়াও বাংলার অভিষেক পোরেল রয়েছেন। নজর থাকবে তার দিকেও।
indian premier league
আইপিএলে ঘরের দলের বিরুদ্ধে নামবেন বিরাট

×
Comments :0