কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ‘অধিকার যাত্রা’ করছে বামপন্থী যুব সংগঠন আরওয়াইএফ। বিভিন্ন জেলার স্থানীয় দাবির পাশাপাশি রাজ্যে মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, নারী নিরাপত্তা, কর্মসংস্থান, পরিযায়ী হেনস্তার মতো জরুরি বিষয়ের প্রচারে এই পদযাত্রা বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
গত ৩১ আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবসে এই পদযাত্রা শুরু হয়েছে কোচবিহারের তুফানগঞ্জ থেকে। আগামী ১৫ সেপ্টেম্বর বেকারত্ব বিরোধী দিবসে কলকাতার কলেজ স্কোয়ারে এই যাত্রা শেষ হবে। সেখানেই হবে সমাবেশ। মূল বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আরএসপি সাংসদ এনকে প্রেমচন্দ্রন।
আরওয়াইএফ’র রাজ্য সম্পাদক আদিত্য জোতদার বলেন, "গোটা রাজ্য দুর্নীতি দুষ্কৃতী দাপটে ভরে রয়েছে। তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতেই আমাদের এই যাত্রা। 'মানবো না রাষ্ট্রের অবিচার, ছিনিয়ে আনবো অধিকার'- এই স্লোগানকে সামনে রেখেই আমরা প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ চলবো।"
কলকাতায় পৌঁছানোর আগে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিঙ, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা হয়ে যাবে এই পদযাত্রা।
RYF
‘অধিকার যাত্রা’-র সমাপ্তিতে ১৫ সেপ্টেম্বর কলকাতায় সমাবেশ আরওয়াইএফ’র

×
Comments :0