SC GUJARAT

গুজরাটে ৬৮ জেলা বিচারপতি নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

জাতীয়

SC GUJARAT

গুজরাটে ৬৮ জন বিচারবিভাগীয় আধিকারিককে জেলা আদালতে নিয়োগে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এই ৬৮ জনের মধ্যে রয়েছেন হরিশ হাসমুখভাই ভার্মা। সুরাটের নিম্ন আদালতের এই বিচারপতিই মানহানি মামলায় কারাদণ্ড দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। 

সুপ্রিম কোর্ট নিয়োগ পদ্ধতিতে স্থগিতাদেশ জারি করে বলেছে, এই বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত মামলা গুজরাট হাইকোর্টে বিবেচনাধীন। সেই অবস্থায় নিয়োগের চূড়ান্ত নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। 

রাজ্য সরকার প্রকাশিত তালিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন দুই আইনজীবী। তার ভিত্তিতেই শুক্রবার স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত।  

Comments :0

Login to leave a comment