প্রতীম দে ও অরিজিৎ মণ্ডল
বিকাশ ভবন অভিযান আটকাতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনীকে। এসএফআই কর্মীরা চারদিক থেকে ঘিরে রাখেন গোটা বিকাশভবন চত্বর। পুলিশ বিশাল ব্যারিকেডও করে, ছাত্ররা এগলে শুরু হয় লাঠিচার্জ। ছাত্রদের দমাতে পুলিশ কালো ভ্যানে তুলছে। আটক করা হয়েছে এসএফআই’র সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসকেও। এক ছাত্রের মাথায় আঘাত লাগে। এসএফআই কর্মীরা প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েছেন। ছাত্রীদের ওপর পুরুষ পুলিশ নির্যাতন চালিয়েছে, চুলের মুঠি ধরে মেরেছে, সোচচারে তার প্রতিবাদ জানাচ্ছেন এসএফআই কর্মীরা।
স্কুলে স্কুলে কম্পোজিট গ্রান্ট থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবাধ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিকাশ ভবন অভিযান শুরু করে এসএফআই।
সোমবার বেলা দু’টোর কিছু পরে শুরু হয় রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন অভিমুখে এই অভিযান। সল্টলেক করুণাময়ী থেকে শুরু হয়েছে মিছিল। ছাত্রদের আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে সরকার। বই মেলা প্রাঙ্গণের সামনেই রয়েছে পুলিশ।
স্লোগান উঠেছে, বিজেপির শিক্ষানীতি পুড়িয়ে দাও। স্লোগান উঠেছে, রাজ্যে একের পর এক স্কুল বন্ধের বিরুদ্ধে।
ড্রপ আউট মোকাবিলায় বিশেষ আর্থিক বরাদ্দ তুলেছেন ছাত্ররা। তুলেছেন শিক্ষা পরিকাঠামো পুনরুদ্ধারে ব্যয়বরাদ্দ বৃদ্ধির দাবি।
দাবি করছেন, ছাত্র-শিক্ষক নিয়োগ অনুপাতে ভারসাম্যের। দুর্নীতিমুক্তি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দাবিতেও সরব ছাত্ররা।
এসএফআই’র দাবি, ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জোন। দুর্নীতিমুক্ত ট্যাব, মিড ডে মিল, কম্পোজিট গ্রান্টের টাকা।
দাবি উঠেছে, যৌন হেনস্তা রুখতে সব স্কুলে পকসো কমিটি। ক্যাম্পাসে নিরাপত্তা স্বাধীনতা, গণতন্ত্র সুনিশ্চিত করতে সব ক্যাম্পাসে অবাধ ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।
Comments :0