PATOLE MAHARASHTRA BJP

মহারাষ্ট্রে মোদীর সহযোগীরা ‘অগ্নিবীর’ হবেন, বলছেন পাটোলে

জাতীয়

মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে।

‘‘একনাথ শিন্ডে, অশোক চ্যবন, অজিত পাওয়াররা ভোটের পর রাজনৈতিক ‘অগ্নিবীর’ হবেন। এই নির্বাচনের পর তাঁদের সমর্থন জানানোর কেউ থাকবে না।’’ 
এক প্রশ্নে এই মন্তব্য করেছেন মহারাষ্ট্রে কংগ্রেসের সভাপতি নানা পাটোলে। তিনি বলেছেন, ‘‘নরেন্দ্র মোদী নটসম্রাট। উনি বুঝতে পারছেন যে হারবেন। সেই কারণে এখন উদ্ধব থ্যাকারের কাছে নরম হওয়ার বার্তা পাঠাচ্ছেন। পুরোটাই নাটক।’’
সম্প্রতি মহারাষ্ট্রে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে শিবসেনায় নিজের গোষ্ঠীর নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারের সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত মনোমালিন্য নেই।’’
মহারাষ্ট্রে বিজেপি এবং সহযোগীদের ফল গতবারের তুলনায় খারাপ হবে, এমন দাবি করছে কংগ্রেস এবং তার সহযোগী জোট এমভিএ। শিবসেনায় উদ্ধব থ্যাকারের বিরোধী একনাথ শিন্ডেকে ভাঙিয়ে বের করে তাঁকেই মুখ্যমন্ত্রী করে সরকারে রয়েছে বিজেপি। উপমুখ্যমন্ত্রী করেছে শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-কে ভেঙে আনা অজিত পাওয়ারকে। কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যবনও যোগ দিয়েছেন বিজেপি-তে। রাজনৈতিক স্তরে বিভিন্ন অংশের বক্তব্য, মোদী এই সহযোগী নেতাদের পর ভরসা হারাচ্ছেন।
পাটোলে বলেছেন, সর্বত্র নিজেদের সুবিধামতো কাজ করে বিজেপি। সেনায় কখনও অস্থায়ী নিয়োগ হয়েছে? সেই সেনাবাহিনীতে ‘অগ্নিবীর’ প্রকল্প চালু করেছে মোদী সরকার। ‘অগ্নিবীর’ কারা, সেনায় অস্থায়ী হিসেবে কাজ করবেন, মেয়াদ শেষ হওয়ার পর পেনশন, গ্র্যাচুইটি কিছুই নেই। ভাঙিয়ে নেওয়া নেতাদেরও সেই হাল হবে।’’ 
কংগ্রেসের প্রদেশ সভাপতিও বলছেন বিজেপি সংরক্ষণের বিরোধী। পাটোলে বলেছেন, ‘‘মহারাষ্ট্র বিধানসভায় আমি স্পিকার থাকার সময় জাতভিত্তিক জনগণনার প্রস্তাব পাশ করিয়েছিলাম। বিজেপি’র কেউ একটিও কথা বলেনি। আমরা চাইছি প্রত্যেকের সঙ্গত হারে সংরক্ষণ। কেবল মারাঠা নন, সব অংশের উপকার হবে তাতে। বিজেপি আসলে সংরক্ষণের বিরোধী। তাই জাতভিত্তিক জনগণনার বিপক্ষে রয়েছে।’’

Comments :0

Login to leave a comment