এগারো রাউন্ড গুলি, তিনটি বন্দুক সহ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ ৬ তৃণমূল নেতা-কর্মীকে গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ। মঙ্গলবার রাতে দিনহাটায় ১ নম্বর ব্লকের গিতালদহ এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় জন তৃনমূলী নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যেই বেআইনি ওই অস্ত্রগুলি আমদানি করা হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম আবুয়াল আজাদ। তার বাড়ি ছাড়াও অন্যান্য নেতা-কর্মীদের বাড়ি থেকে ওই অস্ত্রগুলি উদ্ধার হয়। বুধবার গ্রেপ্তার হওয়া ওই তৃণমূল নেতা-কর্মীদের আদালতে তোলা হলে আদালত তৃণমূল নেতা আবুল আজাদকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। দুজনকে চার দিনের পুলিশি হেফাজত এবং বাকিদের ১০ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।
জানা গিয়েছে, দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ গ্রাম পঞ্চায়েতে কাজের কাট মানি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব বেশ কয়েক বছর ধরে চলে এসেছে। দুই গোষ্ঠীর মধ্যে মারপিট এবং খুনোখুনির ঘটনাও ঘটে চলেছে বেশ কিছুদিন ধরেই। এদিন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার ও দিনহাটা থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী গিতালদহ এক ও দুইদু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ৬ জনকে গ্রেপ্তার করে। গিতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য আবুল আজাদকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বাড়িতে তল্লাশি চালিয়ে গুলি ও আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়।
Six Arrested
অস্ত্র সহ দিনহাটায় গ্রেপ্তার তৃণমূলের ছয় নেতা-কর্মী
×
Comments :0