Srijan Bhattacharya

দেশকে ভাঙার চক্রান্ত করছে বিজেপি, স্মরণসভায় বললেন সৃজন ভট্টাচার্য

জেলা

Srijan Bhattacharya


সত্তরের দশকের শহীদ কমরেড মনোহর ভট্টাচার্যের ৫২তম স্মরণসভা হয় বুধবার বৈদ্যবাটি রাধারাণী অনুষ্ঠানভবনে।
তাঁকে স্মরণ করে বক্তব্য রাখেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য তিনি বলেন, স্মরণসভা আমাদের কমিউনিস্ট পার্টির কাছে ব্যক্তির জীবনচর্চার ভালো দিকগুলির অনুশীলন তাঁর অসমাপ্ত কাজের চর্চার একটা উপায়। আজকের দিনে ফ্যাসিবাদীদের নৃসংশ রুপ ক্রমশ প্রকট হচ্ছে। সে পালঘরে ট্রেনে গুলি চালানোর ঘটনা, মণিপুরের জাতিদাঙ্গা বা, হরিয়ানার সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিক্ষেত্রে প্রমাণ করছে বিজেপি হল আসল টুকরে টুকরে গ্যাং। দেশকে ভাঙার চক্রান্ত বিজেপি করছে। ভারতকে বাঁচানোর এই লড়াই বৈচিত্রপূর্ণ ভারতকে রক্ষা করা। তৃণমূল এই লড়াইয়ে কোন পক্ষ নেবে তা সময় বলবে। কিন্তু এরাজ্যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই কখনই হাল্কা হবেনা। বিজেপিকে দূর্বল করার লড়াইয়ের অংশ এরাজ্যে তৃণমূলকে দূর্বল করা। তাই তৃণমূল বিজেপিকে দূর্বল করাই আমাদের আগামী দিনের মূল কাজ। 


এছাড়াও বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য নবনীতা চক্রবর্তী, এরিয়া সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য প্রমুখরা। সভা পরিচালনা করেন পার্টিনেতা অবনী ভট্টাচার্য, সভাপতিত্ব করেন প্রবীণ পার্টিনেতা দীপক গৌতম। শহীদ কমরেডের বহু গুণমুগ্ধ মানুষ তাঁকে শ্রদ্ধা জানান। 

Comments :0

Login to leave a comment