তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পরিচালিত নতুন এবং পুরানো রুটের অটোরিকশা চালকদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকলো অটোরিকশা চলাচল। প্রশ্ন কারা বৈধ আর কারাই বা অবৈধ? পুরাতন অটোরিকশা চালকদের অভিযোগ রুটে নতুন চলাচলকারী অটোরিকশা অবৈধ। এই দাবিতে দিনভর চলে রাস্তা অবরোধ। ফলে নাকাল হতে হয় অটোরিকশা নির্ভর নিত্য যাত্রীদের। যদিও শেষমেশ পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় পুরাতন অটো রিকশা চালকরা। স্বাভাবিক হয় চলাচল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের মাইতির মোড় এলাকার ঘটনা। সেখানে শুক্রবার নতুন রুটের অটো আটকে পুরাতন অটো চালকরা বিক্ষোভে সামিল হয়।
বাইলানি, বিশপুর, রূপমারি, চকপাটলি রোডে দীর্ঘদিন ধরে এই রুটেই অটো চালাতো পুরানো অটো ইউনিয়নের চালকরা।
কিন্তু তৃণমূলের একটি অংশের মদতে নুতন রুট চালু হওয়াতেই যত বিপত্তি। অসহায় হয়ে পড়েছে পুরানো ৩৩০ থেকে ৩৫০ অটো চালকরা।
তারা এদিন রূপামারী মাইতির মোড়ে নতুন রুটের অটো আটকে বিক্ষোভ দেখাতে থাকে। এই নতুন রুটে অটো চালু হলে পুরানো অটো ইউনিয়নের ৩৩০ থেকে ৩৫০ চালকের পরিবার অসহায় হয়ে পড়বে, বলে তারা এমনটাই জানিয়েছেন। তাদের একটাই দাবি অবৈধ গাড়ী বন্ধ করতে হবে।
Comments :0