LEOPARD ATTCK

চা বাগানে চিতাবাঘের হানায় আহত শ্রমিক

জেলা

LEOPARD ATTCK চিতাবাঘের হানায় আহত শ্রমিক। ছবি: দীপশুভ্র স্যান্যাল

শহরের অদূরেই চিতা বাঘের হামলায় আক্রান্ত হয়েছেন চা শ্রমিক। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি সংলগ্ন এই চা বাগানে। 

জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে সদর ব্লকের পাটকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার মরিয়ম বস্তি এলাকায় আরিয়ন নাহাটা চা বাগানে চিতা বাঘের ঘোরাফেরার কথা জানালেন স্থানীয়রা। 

বুধবার সকালে গোপাল দাস নামের এক যুবকের ওপর আক্রমণ চালিয়েছে চিতা বাঘ। প্রাণে রক্ষা পেলেও কানের পেছনে চিতা বাঘের থাবায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে ওই যুবকের। 

এই চা বাগান এলাকায় প্রথমবার চিতা বাঘ পাওয়া গেল বলে জানিয়েছেন অরিয়ন টি এস্টেটের ম্যানেজার অশোক চক্রবর্তী। জানা গেছে সকালে বাগানে কাজ করার সময় আচমকাই ওই যুবকের ওপর হামলা করে চিতাবাঘটি। প্রাণে রক্ষা পেলেও তাঁর কানের পেছনে ও ঘাড়ে চিতাবাঘের থাবায় গভীর ক্ষত তৈরি হয়েছে যুবকের। 

চক্রবর্তী জানান, যুবককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে বাঘটি‌র খোঁজ শুরু হয়েছে।

ক্যাপশন: চিতা বাঘের হানা জলপাইগুড়ি সংলগ্ন চা বাগানে।।

Comments :0

Login to leave a comment