BRITAIN WORKERS

নতুন বেতনে সম্মতি ব্রিটেনের পরিবহণ শ্রমিকদের

আন্তর্জাতিক

জানুয়ারিতে ধর্মঘটে এমনই শূন্য ছিল লন্ডনের রেল স্টেশন।

দীর্ঘ আন্দোলনের পর বেতনবৃদ্ধির দাবি মেনেছে কর্তৃপক্ষ। গোপন ব্যালটে মতদানে নতুন প্যাকেজে সম্মতি জানালেন ব্রিটেনের রেল ও পরিবহণ কর্মীরা। ব্রিটেনের ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট এই সিদ্ধান্ত জানিয়েছে। 

রেল সহ ব্রিটেনের পরিবহণ ক্ষেত্রে সব স্তরের শ্রমিকরা বেতন বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা কেড়ে না নেওয়ার দাবিতে বারবার নেমেছেন রাস্তায়। ধর্মঘটে অচল হয়েছে গণপরিবহণ।

ইউনিয়ন জানিয়েছে মতদানে অংশ নিয়েছেন ৯০ শতাংশ শ্রমিক কর্মচারী। ভোটদাতাদের ৭০ শতাং নতুন প্যাকেজে সম্মতি দিয়েছেন। বেতনের ক্ষেত্রে নিম্নতম স্তরে ১৪ শতাংশ বৃদ্ধি হচ্ছে বেতনে। উচ্চতম স্তরে বেতন বৃদ্ধির হার হবে ৯.২ শতাংশ।

নেওয়ার্ক রেলের চিফ এক্সিকিউটিভ অ্যান্ড্রিউ হেইনজ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ কর্মবিরতি এবং ধর্মঘটের পর এই সমাধানসূত্র স্থায়ী হবে বলে আশা প্রকাশ করেছেন। 

ব্রিটেন সহ ইউরোপের সর্বত্র শ্রমজীবী রাস্তায় নেমেছেন দুমুখো আক্রমণের প্রতিবাদে। একদিকে চড়া হারে বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। খরচ বাড়ছে পরিষেবার। মজুরি না বাড়ায় খরচ নাগালের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে বন্ধ করে রাখা হচ্ছে বেতন বৃদ্ধি। 

 

Comments :0

Login to leave a comment