Poem

ঠাকুর রবি

ছোটদের বিভাগ

Poem

ঠাকুর রবি
 

টুম্পা মিত্র সরকার

ঠা-দিয়ে এক ঠাকুর এঁকে
ফুল দিয়েছি তাতে
দু-একটা তাঁর গান গেয়েছি
বুক ভরা শ্রদ্ধাতে ৷

কু-দিয়ে সেই কুমোরপাড়ায়
পৌঁছে গিয়ে দেখি
সেইখানেও সবার মনে
পার্বণে-বোশেখি ৷

র-এ রোদের গাঁয়ে আঁকা
সুবোধ্য এক সুর
আছেন তিনি অন্তবিহিন
বিশ্বাসে ভরপুর ৷

র-এ রবির ভুবনডাঙায়
আলোয় আকাশ ভরা
ছন্দ তালের আলিম্পনায়
জাগিয়ে বসুন্ধরা ৷

বি-দিয়ে এই বিশ্বাস আজ
জাগিয়ে রাখি বুকে
আছেন তিনি জাগরণে
দাঁড়িয়ে সম্মুখে ৷ 

Comments :0

Login to leave a comment