Akbarpur

ফের নামবদলের পথে যোগী

জাতীয় লোকসভা ২০২৪

জনগণের মৌলিক সমস্যাগুলি না মিটিয়ে, জাতীয়তাবাদের উসকানি দিয়ে আখের গোছাতে দেশজুড়ে চলছে নাম বদলের হুজুগ। বিজেপি ও সঙ্ঘ পরিবারের এই ‘নাম-ওয়াপসি’ প্রকল্পের নতুন সংযোজন এবারে আকবরপুর। নাম বদলানোর ইঙ্গিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এর আগে এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। জওহরলাল নেহরু নামাঙ্কিত মিউজিয়াম ও লাইব্রেরির নামও বদলে দিয়েছ নরেন্দ্র মোদী সরকার! বদলে গেছে ঐতিহাসিক মুঘলসরাই স্টেশনের নামও। সৌজন্যে উত্তর প্রদেশ এবং কেন্দ্রের সরকারের শাসক দল বিজেপি এবং তার মস্তিষ্ক আরএসএস’র হিন্দুত্ববাদী মতাদর্শ। হাওড়া-দিল্লি গ্র্যান্ড কর্ড রেলপথের উপর অবস্থিত এই মুঘলসরাই স্টেশনের নাম বদলে হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর স্টেশন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার আকবরপুরের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেছেন যে ঔপনিবেশিক ইতিহাসের নিদর্শন মুছে ফেলা দরকার। একই সাথে ঐতিহ্যকে সম্মান করা দরকার। তৃতীয় মুঘল সম্রাট আকবরের নামানুসারে আকবরপুরের নামকরণ করা হয়েছে। ঘাটমপুরের পাতারা রেলওয়ে স্টেশন মাঠে আকবরপুর লোকসভা আসনের জন্য একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ বলেছেন, "আকবরপুরের উল্লেখ প্রায়শই দ্বিধা জাগিয়ে তোলে। এই সব বদলে যাবে। বিজেপি সরকার ২০১৭ সাল থেকে বেশ কয়েকটি শহর ও রেলস্টেশনের নাম পরিবর্তন করেছে। ঔপনিবেশিক ইতিহাসের নিদর্শন হওয়ায় আগামীদিনে আজমগড়, আলিগড়, শাহজাহানপুর, গাজিয়াবাদ, ফিরোজাবাদ, ফারুখাবাদ, মোরাদাবাদ সহ বেশ কয়েকটি শহরের নাম  পরিবর্তন করা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।
 

Comments :0

Login to leave a comment