CHILD TRAFFICKING

শিশু চুরিতে বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ সুপার

জেলা

CHILD TRAFFICKING উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপারের ঘরের সামনে বিক্ষোভ শনিবার।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু চুরি হলো কিভাবে? পুরো এলাকায় উঠছে এই প্রশ্ন। প্রশাসনিক গাফিলতিতে বাড়ছে ক্ষোভ। শিশুকে উদ্ধার করার পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভও হলো সুপারের ঘরের সামনে। 

শনিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দার্জিলিং জেলা কমিটি ও ভারতের যুব ফেডারেশনের দার্জিলিং জেলা কমিটির ডাকে অবস্থান বিক্ষোভ হয়। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন মনি থাপা, তানিয়া দে, মধুমিতা দে, নান্টু কুন্ডু, অঙ্কিত দে, সাগর শর্মা, অঞ্জু দে, তন্ময় অধিকারি, সুজিত চন্দ, শুভ্রদেব ভট্টাচার্য প্রমুখ।

Comments :0

Login to leave a comment