Vladimir Lenin

আ‍‌জ লেনিনের জন্মদিবস

রাজ্য

শনিবার কমরেড ভিআই লেনিনের ১৫৪তম জন্মদিবস পালিত হবে সারা দুনিয়ার সঙ্গে এই রাজ্যেও। সিপিআই(এম)’র উদ্যোগে দিনটিতে রাজ্যের বিভিন্ন জায়গায় লেনিনের মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান করে যেমন শ্রদ্ধা জানানো হবে, তেমন সভা-সেমিনার ইত্যাদি সংগঠিত করে লেনিনের জীবন ও মতাদর্শ নিয়ে আলোচনা হবে এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সফল করার ক্ষেত্রে ও সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে তাঁর অবদান ও বর্তমানে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে চর্চা হবে। রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে কলকাতার ধর্মতলায় লেনিনমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে শনিবার সকাল সাড়ে দশটায়। 
১৮৭০ সালের ২২ এপ্রিল তৎকালীন রাশিয়ার সিমবির্স্ক শহরে ভ্লাদিমির উলিয়ানভ ইলিচ লেনিনের জন্ম। জারশাসিত রাশিয়ার বুকে তাঁর নেতৃত্বেই প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। অস্তিত্ব রক্ষায় পুঁজিবাদ কীভাবে সাম্রাজ্যবাদের আশ্রয় নেয়, তা ব্যাখ্যা করে শ্রমিকশ্রেণিকে সাম্রাজ্যবাদী শৃঙ্খলের দুর্বলতম গ্রন্থিতে আঘাত করে বিপ্লবী অভ্যুত্থান ঘটানোর মুহূর্ত চয়ন করার যে সূত্র কমরেড লেনিন দিয়েছিলেন, তা মার্কসবাদের বিকাশে তাঁর অনন্য অবদান হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। মানবমুক্তির আন্দোলনের ইতিহাসে কমরেড লেনিনের চিরস্মরণীয় অবদানের কথা মনে রেখেই পৃথিবীর দেশে দেশে তাঁর জন্মদিবস উদযাপন করা হয়ে থাকে। পুঁজিবাদী ব্যবস্থার থেকে উদ্ভুত অর্থনৈতিক সঙ্কটে যখন বিশ্ব হাবুডুবু খাচ্ছে, ভারতে যখন বেকারত্ব বাড়ছে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে, পুঁজিবাদের শোষণ-লুণ্ঠনের রূপ নিয়েছে, তখন লেনিনকে স্মরণ করে শ্রমজীবী মানুষের আন্দোলনকে আরও তীব্র, বিস্তৃত ও ধারালো করাই এই দিনটি পালনের শপথ।  

 

Comments :0

Login to leave a comment