Rajya Sabha

নাম ঘোষণা হলো রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যদের

জাতীয়

রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভার সাংসদ হচ্ছেন আইনজীবী উজ্জ্বল নিকাম, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙ্গালা, সমাজকর্মী সি সদানন্দ মাস্টার এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন। বিঞ্জান, ক্রীড়া, সাংস্কৃতিক ক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যাক্তিদের মধ্যে থেকে ১২ জনকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির মনোনীত সদস্যদের থেকে ৪টি আসন খালি হচ্ছে। সেই আসন গুলোয় মনোনীত সদস্যদের নাম প্রকাশ করা হলো রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে। 

আইনজীবী উজ্জ্বল নিকাম গত লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে মুম্বাই উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়, কিন্তু কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন। ২৬/১১ মুম্বাই হামলার রায় দান করেছিলেন তিনি। ২০১৬ সালে তাকে পদ্মশ্রী দেওয়া হয়।

২০২০ থেকে ২০২২ পর্যন্ত বিদেশ সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন শৃঙ্গালা। ২০২৩ এর জি২০ সামিট আয়োজনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

২০২০ সালে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরষ্কার পান ইতিহাসবিদ মীনাক্ষী জৈন।

Comments :0

Login to leave a comment