Poem Welcome Bengali New Year

স্বাগত ১৪৩০

নতুনপাতা/মুক্তধারা

Poem Bengali New Year

স্বাগত ১৪৩০


দেবাশিস বসু

নববর্ষে
রব হর্ষে
খুশি স্পর্শে 
      এই করি পণ।
প্রাণে জাগে সুখ
দূরে যায় দুখ
খুশি উন্মুখ 
     আলো এ জীবন।।

সাজে বৈশাখ
বাজে ওই শাঁখ 
ভরে মৌচাক
         ফল-পাকুড়ের।
নতুনের শুরু
বুক দুরুদুরু
পুজো কবিগুরু
         রবিঠাকুরের।।

Comments :0

Login to leave a comment