WORKER DIED

চন্দননগরে তিনতলা থেকে পড়ে মৃত শ্রমিক, প্রশ্ন নিরাপত্তা নিয়ে

জেলা

নিহত শ্রমিক শেখ তাজমুল। ছবি: অভীক ঘোষ।

চন্দননগর বড় বাজারে একটি মাল্টিপ্লেক্সে ক্যাপসুল লিফটে কাজ করছিলেন  কয়েকজন শ্রমিক। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ তিন তলার উপর থেকে পড়ে যান তাঁদেরই একজন। জানা গিয়েছে তাঁর নাম শেখ তাজমুল, বাড়ি পশ্চিম মেদিনীপুরে। রক্তাক্ত অবস্থায় তার সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

খবর পেয়ে পৌঁছায় চন্দননগর থানার পুলিশ। দেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে। তাজমুলের সহকর্মীরা জানিয়েছেন, বৃষ্টিতে পিছলে পড়ার ভয় থাকলেও প্রয়োজনীয় নিরাপত্তা ছিল না। 

সাদ্দাম মল্লিক নামে এক শ্রমিক জানান, ‘‘গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। কোনরকম নিরাপত্তা ছাড়াই তিন তলার উপরে কাজ করছিলেন তাজমুল। বৃষ্টিতে ভেজা থাকায় পা হড়কে তিন তলার উপর থেকে নিচে পড়ে যাযন। নিচে লোহার পাইপে মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা মৃত বলেন।’’ 

সিনেমা মাল্টিপ্লেক্সটির দায়িত্বে থাকা সুবল সরদার বলেন, ‘‘সিনেমা হলের ভেতরে ব্যবহারের লিফটে কাজ চলছিল। তিনতলার উপর থেকে পা হড়কে করে পড়ে গিয়ে নিচে পাইপে পড়েন ওই শ্রমিক।’’

Comments :0

Login to leave a comment