সামাজিক সুরক্ষা পেনশনের অর্থ বরাদ্দ করলো কেরালা সরকার। মোট ৬২ লক্ষ রাজ্যবাসীর জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজ্যের অর্থমন্ত্রী কে এন বালাগোপাল জানিয়েছেন যে এই প্রকল্পের আওতায় থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৬০০ টাকা পৌঁছে যাবে। চলতি বছর মার্চ মাস থেকে এই সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে কেরালার সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন আর্থীক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সরকার এই প্রকল্প চালিয়ে যাচ্ছে। এই প্রকল্পের জন্য মোট ৩২,১০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেরালার বাম গণতান্ত্রিক জোটের সরকার।
তিনি বলেন, ‘‘এই প্রকল্পের ৯৮ শতাংশ টাকা খরচ হয় রাজ্যের কোষাগার থেকে। কেন্দ্রীয় সরকারের অবদান থাকে মাত্র দুই শতাংশ।’’ বালাগোপাল জানিয়েছেন যে কেন্দ্রের কাছে প্রায় ৩৭৫.৫৭ কোটি টাকা বকেয়া আছে রাজ্যের।
ওনাম উপলক্ষে এই প্রকল্পের তিন কিস্তি টাকা পৌঁছে দেওয়া হয়েছিল মানুষের হাতে।
Comments :0