ইয়েমেনে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৩২২ জন। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় মার্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। আসন্ন ঈদ উপলক্ষ্যে আর্থিক সাহায্য দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সানার ওল্ড সিটির বাব আল-ইয়েমেন মহল্লায় আর্থিক সাহায্য বিতরণের খবরে বহু মানুষ সমবেত হন। ভিড় ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত ভিড় সামাল দিতে ব্যর্থ হয় আয়োজকরা। সশস্ত্র হৌতিরা শুন্যে গুলি চালায়। আর তাতেই ঘটে বিপত্তি। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি বিদ্যুতের তাতে গিয়ে লাগে। প্রচণ্ড বিস্ফোরণ হয়। এর পরই চারপাশে হুটোপাটি পড়ে যায়। প্রাণ রক্ষায় লোকজন পালাতে থাকেন। ভিড় ও ধাক্কাধাক্কিতে অনেকেই মাটিতে হুড়মুড়িয়ে পড়ে যান। হুড়োহুড়িতে অসংখ্য মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। আহত ৩২২ জন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Yemen Stampede
ইয়েমেনে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৮৫, আহত ৩ শতাধিক
×
Comments :0