Beating

বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ

জেলা

Beating


চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ঝুটিয়া এলাকায় এক বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল অপর বন্ধুর বিরুদ্ধে। মৃতের নাম রাহুল ওরাওঁ। বয়স আনুমানিক (৪০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় কৃষ্ণ ওরাওঁ ও রাহুল ওরাওঁ এই দুই বন্ধুর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর কৃষ্ণ রাহুলকে ভারি কোনও বস্তু দিয়ে মারধর করার কারণে রাহুলের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যায় রাহুল। এরপর পরিবারের লোকজনেরা জানতে পারেন রাহুলকে বেধড়ক মারধর করেছে। পরিবারের লোকজনের রাহুলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদ করে মৃত্যু কারণ জানার চেষ্টা করছে। তবে কি কারণে ওই ব্যক্তিকে মারধর করা হলো তা এখনও পরিষ্কার নয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর পুলিশ মর্গে পাঠিয়েছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করেছে।

Comments :0

Login to leave a comment