Anubrata Mondal

অনুব্রতর আরও তিনটি লটারির হদিশ

রাজ্য

মিলছে একের পর এক লটারির হদিশ। গরু পাচার কান্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের লটারি কান্ডের খোঁজ চালাতে গিয়ে আরও চারটি লটারির হদিশ পেলেন সিবিআই আধিকারিকরা। গত বছর এক কোটি টাকা লটারি জেতেন অনুব্রত মণ্ডল। একটি লটারি সংস্থার পক্ষ থেকে সেই খবর নিজেদের সাইটে আপলোডও করা হয়। এই কোটি টাকার লটারির হদিশ করতে গিয়ে বাকি তিনটি লটারির খোঁজ পেয়েছেন তদন্তকারি আধিকারিকরা। সিবিআই সূ্ত্রে খবর অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখতে গিয়ে তারা দেখেন যে ২০১৯ সালে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার লটারির টাকা ঢোকে, যার মুল্য প্রায় ৫১ কোটি টাকা। সেই একই বছর ১০ লক্ষ টাকার লটারি জেতেন অনুব্রত মণ্ডল। সিবিআই ‌আধিকারিকদের অনুমান গরু পাচারের কালো টাকা সাদা করার জন্য লটারিকে ব্যাবহার করতেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর একের পর এক লটারির হদিশ পাওয়ায় অনুব্রত মণ্ডলের পরিবারের লোকেদের এবং সঙ্গীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে পারেন তদন্তকারি অফিসাররা।

Comments :0

Login to leave a comment