UEFA Champions League

ফ্লিকের জমকালো বার্সা

খেলা

barcelona-UCL ছবি সৌজন্য - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অফিসিয়াল ফেসবুক পেজ

বৃহস্পতিবার রাতে ডর্টমুন্ডকে ৪-০ গোলে পর্যদুস্ত করেছে বার্সেলোনা। এই প্রায় প্রত্যেক ম্যাচেই বড় ব্যবধানে জিতছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিক আসার পর  যেন চেহারাই বদলে গিয়েছে দলটার। এই মরশুমে ত্রিমুকুট জয়ের দিকে এগোচ্ছে তারা। চ্যাম্পিয়ন্স লিগ  , কোপা দেলরের ফাইনালেও উঠেছে তারা এবং লা লিগার শীর্ষে রয়েছে দলটি। কোপা দেলরেতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। গত দুটি এল ক্লাসিকোতে বড় ব্যবধানে জিতেছে তারা। তাই ফাইনালেও তারাই ফেভারিট। অন্যদিকে লা লিগাতেও তাদেরই জয়ের সুযোগ বেশি। হ্যান্সি ফ্লিকের জমানাতে রাফিনহা এবং লামিন ইয়ামালের দুই উইংই আসল অস্ত্র বার্সার। স্ট্রাইকার দারুন ফিনিশ করছেন লেওয়ানডোস্কি। ২০২৪ এ বার্সিলোনায় যোগ দেন প্রাক্তন জার্মান জাতীয় দলের কোচ হ্যান্সি ফ্লিক। একসময় বায়ার্ন দলের কোচ থাকাকালীন হাইলাইন ডিফেন্সে খেলাতেন ফ্লিক। বার্সাতেও ফলো করছেন সেই একই ফর্মেশনের। বার্সার মাঝমাঠে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করছেন পেড্রি , গাবিরা। ফ্রাঙ্কি ডি জংও তার হাতে পরে বদলে গিয়েছেন। এই মরশুমে প্রায় সব ট্রফিই বার্সা নিজেদের দখলে করে ফেলতে পারে এই ধরণের খেলা বজায় রাখতে পারলে ।   ফলে সবমিলিয়ে এই মরশুমে ত্রিমুকুট জয়ের লক্ষ্যে বেশ খানিকটাই এগিয়ে রয়েছে বার্সা ।

Comments :0

Login to leave a comment