BIKASH BHATTACHARYA

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে মামলা বিকাশরঞ্জন ভট্টাচার্যের

রাজ্য

এসএসসি রায়ের পর থেকে কলকাতা হাইকোর্টকে লাগাতার আক্রমণ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কখনও তিনি বলছেন আদালত আইনের খোঁচায় চাকরি খেয়ে নিচ্ছে। আবার কখনও বলছেন আদালত বিক্রি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর এই সব মন্তব্য নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্শন করলেন আইনজীবী তথা সিপিআই(এম) সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিসন বেঞ্চের দৃষ্টি আকর্শন করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধ স্বতঃপ্রনোদিত পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন তিনি।

বিকাশ ভট্টাচার্যের কথায়, ‘‘মুখ্যমন্ত্রী যে ভাবে একের পর এক মন্তব্য করে চলেছেন তাতে হাইকোর্টের সম্মানহানি হচ্ছে। এর বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আদালতের গুরুত্ব নষ্ট হবে।’’

আজই এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। 

উল্লেখ্য শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রশিদের বেঞ্চ এই রায় দিয়েছেন সোমবার। যাদের চাকরি বাতিল করা হলো তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী একমাসের মধ্যে সেই টাকা তাদের ১১ শতাংশ সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

Comments :0

Login to leave a comment