Accident in Balurghat

বালুরঘাটে পথ দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

জেলা

মটরসাইকেল ও পিকআপ ভ্যানের সরাসরি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত হলো বালুরঘাটের পুলিশ মর্গে। স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের ডিটলহাট পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে দুই বন্ধু অমিত দাস(২৮) ও সুরজিত মন্ডল(২৪) মটরসাইকেলে বুনিয়াদপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় জাতীয় সড়কে বংশীহারী জামবাড়ির কাছে একটি পিক আপ ভ্যানের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা দুইজনকেই গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সুত্রে জানা যায় দুই জনের বাড়ি বুনিয়াদপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বড়াইলে। পুলিশ ঘাতক পিক আপ ভ্যানটিকে আটক করে। 
 

Comments :0

Login to leave a comment