TMC KILLS YOUTH

বাঁশঝোড়া কান্ডে তৃণমূলী মাফিয়ার পুলিশি হেফাজতের নির্দেশ

রাজ্য

POLITICAL VIOLENCE TMC BIRBHUM CRIME

বীরভূমের সিউড়ি-১ ব্লকের বাঁশঝোড়ায় যুবক খুনের ঘটনায় তৃণমূল নেতা কাজল শাহ'র ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। প্রসঙ্গত, স্থানীয় বাসিন্দাদের চাপে পুলিশ কাজল শাহ সহ ১৫ জনকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। ধৃতদের রবিবার সিউড়ি জেলা আদালতে পেশ করে সিউড়ি থানার পুলিশ। বিচারক কাজল শাহ সহ পাঁচ তৃণমূলী দুষ্কৃতিকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাকি ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত থেকে বাঁশঝোড়া গ্রাম সংলগ্ন অবৈধ বালি ঘাটের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। এক গোষ্ঠীর মূল নিয়ন্ত্রক সিউড়ি-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ কাজল শাহ। দুই তরফের হামলা পালটা হামলার মাঝে পড়ে প্রাণ হারান স্থানীয় যুবক ফায়জুল শেখ। প্রসঙ্গত বীরভূমের জেলা শাসকের বাংলোতে বোমা ছোড়ার অভিযোগে এর আগেও গ্রেপ্তার হন কাজল শাহ।

এই ঘটনাকে কেন্দ্র করে বাঁশঝোড়ায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

Comments :0

Login to leave a comment