শাসকদলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বোমা উদ্ধার করলো ঝালদা থানার পুলিশ। দড়দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুসেনডি গ্রামের তৃনমূল সদস্য দিলদার খানের বাড়ি থেকে বুধবার ভোরবেলায়।
পুলিশ বোমা উদ্ধার করে নিয়ে যায়। দিলদার খানের বক্তব্য বুধবার ভোর সাড়ে চারটা নাগাদ তিনি যখন মর্নিং ওয়ার্ক এর জন্য বেরোচ্ছিলেন তখন লক্ষ্য করেন যে তার ঘরের মেন গেটের পাশে বোমা রাখা রয়েছে। তিনি ঝালদা থানায় খবর দেন। ঝালদা থানার পুলিশ এসে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের নির্বাচিত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। ওই নির্বাচিত পঞ্চায়েত সদস্যের দাবি তাকে প্রাণে মারার জন্য বা ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য কেউ বা কারা বাড়িতে বোমা রেখে গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ।
Bomb Recovered
তৃণমলের পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধার
×
Comments :0